News

কৃতিত্ব

দাওয়াহ বিভাগের ছাত্র বদরুজ্জামান উচ্চ শিক্ষার জন্য তুরস্ক সরকারের স্কলারশিপ পেয়েছে

দাওয়াহ বিভাগের ছাত্র বদরুজ্জামান উচ্চ শিক্ষার জন্য তুরস্ক সরকারের স্কলারশিপ পেয়েছে

আই আই ইউ সি' র ঐতিহ্যবাহী দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতিশিক্ষার্থী এ.কে.এম বদরুজ্জামান তুরষ্কের এরবাকান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তুরস্ক সরকার কর্তৃক নির্বাচিত হয়ে ফুলফান্ড স্কলারশিপ লাভ করেছেন। 

এ.কে.এম বদরুজ্জামান ২০১৪ সালের অটাম সেমিষ্টারে দা'ওয়াহ বিভাগে ভর্তি হন এবং প্রতিটি সেমিষ্টারে কৃতিত্বের স্বাক্ষর রেখে সিজিপিএ 3.99 পেয়ে অনার্স শেষ করেন।বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

দাখিল আলিমে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ প্রাপ্ত বদরুজ্জামান একজন কোর'আনে হাফেজও।

পড়াশোনার পাশাপাশি তিনি একাধারে সুলেখক, প্রাবন্ধিক,সাহিত্যিক, আবৃত্তিকার,বিতার্কিক এবং সুবক্তা হিসেবে ব্যপক পরিচিতি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত তিনি তাঁর যোগ্যতা ও সুপ্ত প্রতিভার প্রমাণ দিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা, আন্তঃক্লাব বিতর্ক, আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা, ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহ সকল কিছুতেই ছিল তাঁর সক্রিয় অংশগ্রহন ও বিপুল অর্জন। 

বিশ্ববিদ্যালয়ে STAD কর্তৃক আয়োজিত বার্ষিক রচনা প্রতিযোগিতায় নিয়মিত বিজয়ী হওয়ার পাশাপাশি জাতীয় রচনা প্রতিযোগিতায় অসংখ্যবার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

বদরুজ্জামানের জন্ম সিলেটের সদর উপজেলায়। 
তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তিনি দা'ওয়াহ বিভাগের সহকারী অধ্যাপক আ.ফ.ম. নুরুজ্জামান স্যারের ছোটভাই।

তাঁর উচ্চশিক্ষাজীবন সফল ও স্বার্থক হোক এই প্রত্যাশায় আই আই ইউ সি দা'ওয়াহ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Recent News